মুহাম্মাদ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হলেই দরূদ পড়তে হয়
প্রশ্ন : নবী করীম (সা.)-এর নাম শোনা/উচ্চারণ করামাত্রই দরূদ শরীফ পড়তে হয়। প্রশ্ন হলো, মুসলমানদের নামের শুরুতে যে “মুহাম্মদ” লেখা হয় তার উচ্চারণে দরূদ শরীফ পড়তে হবে কি না?
উত্তর : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম মুবারক উচ্চারণ করা ও শোনামাত্র তাঁর প্রতি দরূদ পাঠ করতে হয়। সহীহ হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সে ধ্বংস হোক, যার সামনে আমার আলোচনা হলো অথচ সে আমার ওপর দরূদ পড়ল না। এ হাদীস দ্বারা এ কথা প্রতীয়মান হয় যে যেখানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম উল্লেখ করা হবে, সেখানে কমপক্ষে একবার দরূদ পড়া ওয়াজিব। কিন্তু মুসলমানের নামের শুরুতে যে ‘মুহাম্মাদ’ লেখা হয়, তা দ্বারা নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদ্দেশ্য নয় বিধায় সে ক্ষেত্রে দরূদ পড়তে হবে না। (১৬/৩৩/৬৩৭২)
Tag:দরূদ