মুসাফিরের সংজ্ঞা ও সরকারি চাকরিজীবীদের হুকুম
প্রশ্ন : মুসাফিরের সংজ্ঞা কী? আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মুসাফিরের আওতায় পড়ি কি না?
উত্তর : শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি ৪৮ মাইল তথা বর্তমান প্রায় ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা থেকে বের হয়ে যাবে তাকে মুসাফির বলা হয়। আর গন্তব্যস্থানে কমপক্ষে ১৫ দিন থাকার নিয়্যাত করলে সে মুকীম হয়ে যাবে, অন্যথায় মুসাফির থেকে যাবে। চাই সে সরকারি চাকরিজীবী হোক বা অন্য কেউ, সবার একই হুকুম। (১৮/৫৭৮/৭৭৩৬)