মুরতাদ ও কাফেরের মধ্যে পার্থক্য
প্রশ্ন : মুরতাদ বলতে কী বোঝায়, মুরতাদ কি পূর্বের জায়গায় ফিরে আসতে পারে? কাফের ও মুরতাদ কি একই পর্যায়ের?
উত্তর : আভিধানিক অর্থে যে ফিরে যায় তাকে মুরতাদ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে কুফুরী কথা মুখে উচ্চারণ করার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া ব্যক্তিকে মুরতাদ বলা হয়। মুরতাদও কাফের, তবে সে পূর্বে মুসলমান ছিল।
মুরতাদও পুনরায় মুসলমান হতে পারে। খাঁটি মনে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ছাড়া অন্য সব ধর্মের সাথে সম্পর্ক ছিন্নের কথা প্রকাশের মাধ্যমেই মুরতাদ মুসলমান হিসেবে গণ্য হতে পারে। (৭/৭৮৭/১৮৭০)