মুফতি না হয়েও মুফতি হওয়ার দাবি করা
প্রশ্ন : ইমাম সাহেব মুফতি নন তবুও তিনি বলেন, আমি মুফতি; এবং বেহেস্তী জেওর ও অন্যান্য বাংলা কিতাবের বরাত দিয়ে ফতওয়া দিয়ে থাকেন, এটা কি ঠিক?
উত্তর : ফতওয়া দেওয়া সহজ নয়। এর জন্য অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের সংস্পর্শে থেকে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত তথ্য সত্য হলে উক্ত ইমামের জন্য নিজেকে মুফতি হিসেবে জাহির করা এবং ফতওয়া দেওয়া সম্পূর্ণ নাজায়েয। (৭/৬৭৫)