মুতাকাদ্দিমীন ও মুতাআখখিরীন কারা?
প্রশ্ন : সালাফে সালেহীন, মুতাকাদ্দিমীন, মুতাআখখিরীন কাদেরকে বলা হয়?
উত্তর : সালাফে সালেহীন বলতে সাহাবা, তাবেঈন ও তাবেতাবেঈনদেরকে বোঝায়। মুতাকাদ্দিমীন কারা এ ব্যাপারে কয়েকটি উক্তি রয়েছে ১. হিজরী তৃতীয় শতাব্দী শুরুর পূর্ব পর্যন্তের ইমাম ও উলামায়ে কেরাম ২. ইমাম মুহাম্মদ (রহ.)-এর সময়কাল পর্যন্তের উলামাগণ মুতাকাদ্দিমীন। এর পরবর্তী উলামায়ে কেরামকে মুতাআখখিরীন বলা হয়। (১০/৪২/২৯৭৭)
Tag:মুতাআখখিরীন, মুতাকাদ্দিমীন