মুজতাহিদ হলে দলিলের প্রয়োজন নেই
প্রশ্ন : আমরা যে হানাফী মাযহাব মানি এর পক্ষে কোরআন ও হাদীসের দলিল কী? এবং যেকোনো এক মাযহাব ও এক ইমামের অনুসরণ করতে হবে এর প্রমাণ কী? বর্তমানে সৌদিতে প্রায় সব লোকই দেখা যায় কোরআন ও হাদীসের ওপর আমল করেন, চাই কোনো ইমামের মতানুযায়ী হোক বা না হোক এবং বাংলাদেশেও অনেকে আহলে হাদীস হয়ে যাচ্ছে। অন্যদিকে ইমামগণ বলেছেন,‘‘اذا صح الحدیث فھو مذھبی’’। দলিলসহ সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন।
উত্তর : ইজতিহাদের গুণাবলির অধিকারী উলামায়ে কেরাম যাদের ইজতিহাদের গুণাবলি নেই তাদের জন্য কোরআন-হাদীসের আলোকে যে দিকনির্দেশনা দিয়েছেন তাকেই মাযহাব বলা হয়। সুতরাং যারা ইজতিহাদের গুণাবলি থেকে বঞ্চিত তাদের জন্য যেকোনো এক মুজতাহিদের অনুসরণ করা একান্ত প্রয়োজন এতে কারো দ্বিমত নেই, থাকতেও পারে না। তবে বর্তমান ফেতনার যুগে ইসলামী আইনের অভিজ্ঞ উলামায়ে কেরাম একমত যে একজন মুজতাহিদেরই অনুসরণ করতে হবে। সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যদি মুজতাহিদ হয়ে থাকেন তাহলে তাকলীদের প্রয়োজন নেই, কোরআন-হাদীস আপনার আমলের জন্য যথেষ্ট। নতুবা কোরআন-সুন্নাহর ওপর সঠিকভাবে আমল করার জন্য মাযহাবের অনুসরণই হবে আপনার জীবনের পাথেয়। (৬/৪৫৫/১২৭৮)