মুক্তাদী রুকু পেয়েছে গণ্য করা হবে কখন
প্রশ্ন : আমি একজন আলেমের নিকট শুনেছি, কোনো ব্যক্তি যদি ইমামকে রুকু থেকে ওঠার সময় পায় অর্থাৎ ইমামের হাত হাঁটুর নিকট থাকাবস্থায় মুক্তাদী পরিপূর্ণভাবে রুকুতে পৌঁছে যায় তাহলে তার ওই রাক’আত গণ্য হবে, কথাটি সঠিক কি না? যদি কেউ উক্ত অবস্থায় রুকু করার পরও সন্দেহ করে ইমামের সালামের পর উক্ত রাক’আত পড়ে নেয় বা মাসআলা না জানার কারণে পড়ে নেয় তাহলে তার নামাযে কোনো সমস্যা হবে কি না?
উত্তর : প্রশ্নোক্ত আলেমের কথাটি সঠিক। কেউ যদি উক্ত রাক’আত পাওয়ার পরও ইমামের সালামের পর ওই রাক’আত দ্বিতীয়বার পড়ে তাহলে তার নামায নষ্ট হয়ে যাবে, তাই নামায দোহরাতে হবে। (১৭/৪২১/৭০৪৪)