মিসওয়াক করার পদ্ধতি
প্রশ্ন : মিসওয়াকের সুন্নাত পদ্ধতি কী? বিস্তারিত জানতে চাই।
উত্তর : মিসওয়াক করার সুন্নাত তরীকা হলো, ডান হাতে মিসওয়াক নিয়ে ডান দিক থেকে মিসওয়াক শুরু করা। দাঁতে প্রস্থে ও জিহ্বায় লম্বালম্বি মিসওয়াক করা সুন্নাত। উল্লেখ্য, মিসওয়াক কনিষ্ঠ আঙুল পরিমাণ মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া মুস্তাহাব এবং মিসওয়াক নিম বা যাইতুন গাছের ডাল হওয়া উত্তম।