মিলাদ শরীয়তসম্মত পন্থায় করা যায় কি না
প্রশ্ন : স্কুল-কলেজে বার্ষিক মিলাদ মাহফিলের নিয়ম চালু আছে, এটা শরীয়তসম্মত পন্থায় করার উপায় কী?
উত্তর : মিলাদ মাহফিল দুই ধরনের করা যায় ১. প্রচলিত নিয়মে কিয়াম ও অন্য কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে মাহফিল করা, যা শরীয়তসম্মত নয় ২. জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের লক্ষ্যে নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনী ও আদর্শের আলোচনা করা। কোরআন-হাদীসে, সাহাবা, তাবেঈন, তাবেতাবেঈন ইমামগণের আমল এরূপই পাওয়া যায়। এ পদ্ধতিতে মিলাদ মাহফিল করলে সাওয়াবের আশা করা যায়, যদি তাকে শরীয়তের কোনো আবশ্যকীয় বিষয় মনে করা না হয়। বর্তমানে মিলাদ বলতে প্রথমোক্ত বর্জনীয় পদ্ধতিকেই বোঝায়। তাই প্রচলিত মিলাদ সঠিক পদ্ধতিতে রূপান্তরিত করলে তাতে শরীক হওয়ার মধ্যে কোনো আপত্তি নেই। (৭/৬৭৯/১৮২০)