মিলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দাঁড়িয়ে সালাম জানানো
প্রশ্ন : ইমাম সাহেব উক্তি করেন যে মিলাদে কিয়ামের সময় নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দাঁড়িয়ে সালাম জানানো জায়েয নয়। দাঁড়িয়ে ও বসে করার মধ্যে কোনটা জায়েয হবে?
উত্তর : নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর সালাত ও সালাম পাঠ করা অত্যন্ত সাওয়াবের কাজ এবং নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ যেকোনো মুমিনের বেশি বেশি দরূদ শরীফ পাঠ করা অতি প্রয়োজন। তবে প্রচলিত মিলাদ কিয়ামের মাধ্যমে দাঁড়িয়ে সালাম পাঠ করার প্রমাণ ইসলামের সোনালি যুগ হতে অদ্যাবধি কোনো হক্কানী আলেম থেকে পাওয়া যায়নি। তাই উলামায়ে কেরাম প্রচলিত কিয়াম মিলাদকে বর্জনীয় বলেছেন। (৭/৬৪)