মিলাদের পরিচিতি ও তার বিনিময় গ্রহণ
প্রশ্ন : প্রচলিত মিলাদ পড়া এবং এর বিনিময় নেওয়া ও দেওয়ার হুকুম কী? মিলাদের মধ্যে অনেকে কিয়াম করে, আবার অনেকে করে নাÑএতদুভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি না?
উত্তর : বর্তমানে প্রচলিত মিলাদ কিয়ামের অস্তিত্ব ইসলামের সোনালি যুগে তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেতাবেঈনদের যুগে ছিল না এবং তা শরীয়তের মূলনীতির পরিপন্থীও বটে। উপরন্তু এই কিয়াম জনসাধারণের এবং সঠিক ইসলামী আক্বীদা বিনষ্ট করার পথ উন্মুক্ত করে। উলামায়ে কেরাম প্রচলিত মিলাদকে কোরআন-সুন্নাহর আলোকে নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত বলে প্রমাণ করেছেন। সুতরাং মুসলামনদের জন্য তা বর্জনীয়। এ রকম বর্জনীয় কাজের ওপর টাকা-পয়সা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। (৬/২০৬/১১৫৫)