মায়ের কথায় ইলম শেখা বন্ধ করে দেওয়া
প্রশ্ন : জনৈক তালেবে ইল্ম, যিনি দাওরা হাদীস পাস করে এখন ইফতা পড়েন। বাড়িতে আম্মা আছেন, তাঁর ৩-৪টি ভাই আছে, যারা শরীয়ত মোতাবেক চলে না এবং বাড়িতে সব সময় টিভি, সিডি চলার কারণে ঠিকমতো তাঁর মা নামাযও আদায় করতে পারেন না। এ ছাড়া নানা রকম কষ্ট দিয়ে থাকে, যার কারণে ওই তালেব ইলমকে তাঁর মা বলেন, তুমি এখন খেদমত করো এবং আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করো, এই কথা বলে আর কান্নাকাটি করেন। প্রশ্ন হলো, উক্ত তালেবে ইলম তাঁর আম্মাকে কষ্ট দিয়ে ইফতা পড়া জায়েয হবে কি না? অথচ কোরআনে আছে, ولا تقل لھما اف শরীয়তের আলোকে বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
উত্তর : প্রশ্নে যে পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে এরূপ অবস্থায় মা একটু ধৈর্য্য ধরলে ছেলে কোরআন-হাদীসে পারদর্শী হওয়ার সুযোগ পায়। এ সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো প্রস্তাব দেওয়া মায়ের জন্য উচিত নয়। পক্ষান্তরে মা ওই ছেলের মুখাপেক্ষী হলে ছেলে মায়ের কথা অগ্রাধিকার দেবে। (১৩/৩৪/৪০৮৪)