মাসবুক ভুলে ইমামের সাথে সালাম ফেরালে করণীয়
প্রশ্ন : মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফেরানোর পর কোনো কথাও বলেনি, এমতাবস্থায় স্মরণ হলো যে সে মাসবুক, পরে বাকি নামায শেষ করল। এমতাবস্থায় সিজদায়ে সাহু দিতে হবে কি না? এ ক্ষেত্রে বাকি নামায পড়ার হুকুম কী? কোরআন-হাদীসের আলোকে সঠিক সমাধান চাই।
উত্তর : প্রশ্নে উল্লিখিত ব্যক্তি তার নামায পূর্ণ করে নেবে এবং যদি ইমামের সাথে সাথে অথবা তার আগে সালাম ফিরায় তাহলে সিজদায়ে সাহু দিতে হবে না, ইমামের পরে হলে দিতে হবে। (১১/৯৪০)
Tag:মাসবুক