মাযহাব না মানা শাস্তিযোগ্য
প্রশ্ন : মাযহাব না মানলে কোনো শাস্তির সম্মুখীন হতে হবে কি না? এবং কেন? হাদীসের আলোকে জানতে চাই।
উত্তর : যেহেতু সর্বসাধারণ মুসলমানের জন্য তাকলীদ ছাড়া কোরআন-সুন্নাহর ওপর সরাসরি আমল করা সম্ভব নয়। তাই কোরআন-হাদীসের আলোকে সমস্ত ফুকাহায়ে কেরাম মুসলিম জনসাধারণের জন্য মাযহাব চতুষ্টয়ের কোনো এক মাযহাবের তাকলীদ করা ওয়াজিব হওয়ার ওপর ‘ইজমা’ (ঐকমত্য) পোষণ করেছেন। অতএব মাযহাব না মানলে ওয়াজিব ছেড়ে দেওয়ার শাস্তির সম্মুখীন হতে হবে। (১৮/৭৩/৭৪৪৫)