মাটি ভেদ করে পাক পানির সাথে নাপাক পানির সংমিশ্রণ
প্রশ্ন : আমাদের মসজিদে একটি রিজার্ভ পানির ট্যাংকি তৈরি করা হয়েছে। যা ‘দাহদরদাহ’ নয়, কিন্তু ট্যাংকির চতুর্পার্শ্বে ঢালাই থাকা সত্তেও নিচে ও পাশ দিয়ে বাহির থেকে কিছু কিছু পানি প্রবেশ করে। আর মসজিদের ট্যাংকির দুই পাশে ৫ ও ২০ হাত দূরে দুটি সেপটিক ট্যাংক রয়েছে। এ ক্ষেত্রে মসজিদে ও ট্যাংকিতে নাপাক পানি প্রবেশ করে কি না তা সন্দেহজনক, তবে পানিতে কোনো প্রকারের পরিবর্তন দেখা যায় না। অনেক আলেম বলেন, যদি জমিনের ভেতর দিয়ে নাপাক পানি মাটি অতিক্রম করে ট্যাংকিতে প্রবেশ করে তবে ট্যাংকির পানি নাপাক হবে না, জমিন অতিক্রম করার কারণে। আর অন্য একজন আলেম বলেন, নাপাক ও পাক পানি মিশ্রিত হওয়ার কারণে সমস্ত পানিই নাপাক হয়ে যাবে জমিন অতিক্রম হওয়া সত্ত্বেও। এ পানির হুকুম কী? দয়া করে জানাবেন।
উত্তর : উক্ত ট্যাংকির পানির সাথে নাপাক পানির সংমিশ্রণের কারণে যদি পানির গুণ-মান নষ্ট হয়ে যায় তাহলে পানি নাপাক হয়ে যাবে। যদিও মাটির ভেতর দিয়ে যাক না কেন, অন্যথায় ওই পানিকে পাক বলা হবে। প্রশ্নের বর্ণনা মতে, উক্ত ট্যাংকির পানিকে নিঃসন্দেহে পাক বলা হবে। (৫/২০১/৮৭০)
Tag:নাপাক