মাজুরের সংজ্ঞা ও হুকুম
প্রশ্ন : ‘মাজুর’ কাকে বলে? এবং মাজুরের হুকুম কী? বিস্তারিত জানালে বড়ই উপকৃত হতাম। আমি একজন ডায়াবেটিস ও ব্লাড-প্রেসারের রোগী, বয়সও অনেক হয়ে গেছে। প্রায়ই নামাযে বা নামায ছাড়া আমার ওজু রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। ওজু অবস্থায় পূর্ণ নামাযের ওয়াক্ত খুব কমই পাওয়া যায়। সুতরাং আমাকে শরীয়তের পরিভাষায় মাজুর বলা যাবে কি না?
উত্তর : যে ব্যক্তি কোনো এক ওয়াক্তে (যেমন, জোহর থেকে আসর পর্যন্ত) ওজরবিহীন এটুকু সময় পায় না যে ওজু করে ফরয নামায ফরয, ওয়াজিবসহ আদায় করতে পারে তাকে শরীয়তের পরিভাষায় মাজুর বলা হয়। এরপর যত দিন পর্যন্ত এ অবস্থায় থাকবে, সে মাজুর থাকবে। মাজুর হওয়ায় তার এক ওজু দ্বারা ওই ওয়াক্তে সব নামায পড়তে পারবে যদি ওজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া না যায়। যদি অন্য কোনো কারণ পাওয়া যায় বা ওয়াক্ত অতিবাহিত হয়ে যায়, তখন তার ওজু থাকবে না। (৪/২৮/৫৭৯)