মাগরিবের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে ওয়াজ করা
প্রশ্ন : মসজিদে মাগরিবের আযানের পর ইকামতের পূর্বে ইমাম সাহেবের জন্য কিছু সময় মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ-নসীহত করার হুকুম কী?
উত্তর : পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে মাগরিবের নামাযের সময় তুলনামূলক সংকীর্ণ। যে কারণে শরীয়তে মাগরিবের আযানের পরপরই নামায আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাই সমস্ত ইমাম ও ফিকাহবিদ মাগরিবের আযানের পর বিলম্ব না করে ফরয নামায আদায় করার ওপর জোর দিয়েছেন এবং বিলম্ব করাকে মাকরূহ বলেছেন। অন্যদিকে মাগরিবের আযানের পর ইকামতের পূর্বে মুসল্লিদের উদ্দেশে ওয়াজ-নসীহত করার প্রথা ইসলামের সোনালি যুগ হতে এ পর্যন্ত পাওয়া যায়নি বিধায় প্রশ্নে বর্ণিত ওয়াজ-নসীহতের নবাবিষ্কৃত পদ্ধতি পরিহার করা জরুরি। (১৪/৭৯/৫৫৫৪)
Tag:ওয়াজ