মাকরূহে তানযীহীতে লিপ্ত হওয়ার গোনাহ
প্রশ্ন :
১. মাকরূহে তানযীহী করলে কোনো গোনাহ হবে কি না?
২. ইচ্ছাকৃত মাকরূহে তানযীহী বারবার করলে কোনো গোনাহ হবে কি না?
উত্তর : মাকরূহে তানযীহী করলে সগীরা গোনাহ হয়, সগীরা গোনাহ ভালো কাজের দ্বারা মাফ হতে থাকে মাফ। হওয়ার ব্যবস্থা না হলে বারবার করার দ্বারা তা বড় হয়ে যায়। (১১/৪৪৬/৩৫৯২)
Tag:মাকরূহে তানযীহী