মাইকে শবীনা পড়া
প্রশ্ন : আমাদের দেশে কোথাও কোথাও এক দিন এক রাতে বা শুধুমাত্র এক রাতে কোরআন খতম করানো হয়। এ ক্ষেত্রে জানার বিষয় হলো, মাইকে কোরআন খতম করা জায়েয হবে কি না? বিষয়টি কোরআন ও হাদীসের আলোকে সমাধান দিলে উপকৃত হব।
উত্তর : মূলত কোরআন শরীফ তেলাওয়াত করা এবং তা শ্রবণ করা বড় সাওয়াবের কাজ। হাদীস শরীফে এ ব্যাপারে অনেক ফজীলতের কথা উল্লেখ আছে। তবে তা শরীয়তের নির্দেশিত নিয়মানুযায়ী করতে হবে। যেহেতু মাইকে কোরআন তেলাওয়াত করলে শরীয়তবিরোধী অনেক কার্যকলাপ পরিলক্ষিত হয়। যেমনÑনামাযীর নামাযের ও ঘুমন্ত ব্যক্তির ঘুমে ব্যাঘাত হওয়া, অসুস্থ ব্যক্তির কষ্ট হওয়া এবং দুনিয়াবী কার্যকলাপে লিপ্ত ব্যক্তিদের কাজে ব্যাঘাত ইত্যাদি। তাই মাইকে কোরআন শরীফ খতম করা চাই তা দিনে হোক বা রাতে, নাজায়েয। (১৬/৪৪১/৬৬০৫)
ফাতহুল কাদির : 1/298, গুনিয়াতুল মুতামাল্লা : 497, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : 3/552