মহিলা মাদ্রাসায় পড়ার সময়সীমা
প্রশ্ন : বর্তমান কওমী মহিলা মাদ্রাসায় মহিলাদের পড়ানো জায়েয হবে কি না? এর জন্য কোনো নির্ধারিত স্তর বা সময়সীমা আছে কি না? অর্থাৎ একেবারে দাওরা পর্যন্ত পড়তে পারবে নাকি শুধুমাত্র ফরয যতটুকু? যদি কেউ বলেন যে মহিলাদের জন্য একত্রিত হওয়া বৈধ নয়। অথবা নামায যখন ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে পড়তে পারল না, তখন আর কোন পড়া থাকতে পারে, যা বাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়তে পারবে? উক্তিটি কেমন?
উত্তর : আল্লাহ পাক মহিলাদের নিজ ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। বিনা প্রয়োজনে এ নির্দেশ অমান্য করা মারাত্মক অন্যায়। মহিলাদের জন্য যে পরিমাণ শিক্ষা অর্জন করা জরুরি তা বেহেশতী জেওর পড়লে হয়ে যায়, এ ব্যবস্থা ছোটবেলা বা মাহরাম পুরুষের মাধ্যমে ঘরের মধ্যে সম্ভব। তাই জ্ঞানার্জনের বাহানায় কোনো মহিলা মাদ্রাসায় ভর্তি হওয়ার অনুমতি শরীয়তে নেই। মহিলাদের একত্রিত না হওয়ার ব্যাপারে উক্ত ব্যক্তির প্রশ্নে বর্ণিত কথাটি যুক্তিসংগত ও শরীয়তসম্মত। (৫/২১০/৮৮৫)