মহিলা মাদ্রাসার বেতন এবং নারী শিক্ষার রূপরেখা
প্রশ্ন : মেয়েদের মাদ্রাসায় পড়ানো যদি নাজায়েয হয় তাহলে সেখানকার উস্তাদদের প্রাপ্ত বেতনের হুকুম কী? মেয়েদের জন্য সম্পূর্ণ শরীয়তসম্মত শিক্ষার ধারা কী?
উত্তর : মেয়েদের জন্য প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা অর্জন করা যেমন অত্যাবশ্যকীয়, তেমনি শরীয়তের দেওয়া পর্দার হুকুম মেনে চলাও একান্ত জরুরি। তাই ছোটবেলায় প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা গ্রহণ করা মেয়েদের জন্য বাঞ্ছনীয়। পক্ষান্তরে বালেগা হলে নিজ মাহরাম বা স্বামীর কাছেই প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবে। পর্দার ন্যায় ফরয হুকুম লঙ্ঘন করে প্রচলিত মহিলা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা শরীয়ত সমর্থিত নয়।
অজ্ঞতার কারণে যেসব বেতন নিয়েছেন তাকে নাজায়েয বলা যাবে না এবং ভবিষ্যতে মহিলা মাদ্রাসায় চাকরি করা উচিত হবে না। (১২/৩৮৪/৩৯৯৩)