মহিলাদের তালিমে অংশগ্রহণ
প্রশ্ন : বর্তমান সমাজে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বা শহরে বাসায় বাসায় গিয়ে জামাত করে। তাতে একজন মহিলা উচ্চস্বরে বয়ান করে অন্য মহিলারা শ্রবণ করে। নামায, রোজা, ওজু, গোসল ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে। অবশ্য এতে অনেকে বোরকা পরিধান করে আসে, অনেকে শুধু চাদর পরিধান করে আসে, কেউ কোনোটাই পরিধান করে না, বেপর্দায় আসে। মোআল্লিমা আপন বাসস্থান ছেড়ে বহু দূর-দূরান্তে গিয়ে বয়ান করেন এবং বয়ান শেষে দু’আ করেন আর তিনি একাই চলাফেরা করেন। এতে সাপ্তাহিক মিলাদ-মাহফিলের আয়োজন থাকে। এতে সকল মহিলা চাঁদা প্রদান করে কিছু তবারকের ব্যবস্থা করে। এ সকল মজলিসে কোনো কোনো মহিলা ছেলে অথবা ভাই বা স্বামীকে নিয়ে যায়। প্রশ্ন হলো, উল্লিখিত মজলিসে শরীক হওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ঘরের মধ্যে স্বামী, ভাই, পিতা বা মাহরাম পুরুষ দ্বারা মেয়েদের তালিম বা ওয়াজ-নসীহতের ব্যবস্থা করাটাই তাদেরকে দ্বীনমুখী করার সুন্দর উপায়। যতই বোরকা পরা হোক না কেন মেয়েদের ঘর থেকে বের হওয়া বিভিন্ন ধরনের ফেতনার কারণ হয়ে থাকে। যদি কোনো কারণে ঘরে তালিমের ব্যবস্থা না হয় তবে প্রয়োজনে শরয়ী পর্দার সহিত নিকটতম কোনো ঘরে সময় সময় একত্রিত হতে পারে। তবে যিনি বয়ান করবেন তাঁর কন্ঠস্বর যেন পরপুরুষের কানে না যায়। বেপর্দা হয়ে মহিলাদের বের হওয়া হারাম ও কবীরাহ গোনাহ। তবারকের জন্য চাঁদা উঠানো বা মজলিস শেষে তবারক বিতরণের প্রচলন করা উচিত নয়। হ্যাঁ, চাওয়া ছাড়া কেউ স্বতঃস্ফূর্তভাবে খাওয়ালে কোনো আপত্তি নেই। (৬/৩৪৪/১২৩৩)