মহিলাদের ঢিলা ব্যবহার ও পদ্ধতি
প্রশ্ন : মহিলারা প্রস্রাব-পায়খানার পর কিভাবে ঢিলা ব্যবহার করবে? শুধু প্রস্রাবের জন্য পানি খরচ করলেই চলবে, নাকি ন্যাকড়াও ব্যবহার করতে হবে?
উত্তর : মহিলাদের প্রস্র্রাবের পর ঢিলা ব্যবহারের প্রয়োজন নেই। পায়খানার ক্ষেত্রে ঢিলা সামনে থেকে পেছনের দিকে নেবে। (৯/৬৩৪/৬৭৫৭)