মসজিদ বা মেহরাবে দাঁড়িয়ে আযান দেওয়া
প্রশ্ন : মসজিদের ভেতরে দাঁড়িয়ে বা মেহরাবে দাঁড়িয়ে মাইকে আযান দেওয়া সম্পর্কে শরীয়তের মাস’আলা কী?
উত্তর : মুসল্লিদের নামাযের দিকে আহ্বান করাই আযানের লক্ষ্য ও উদ্দেশ্য। এ উদ্দেশ্য মাইক দ্বারা অতি সহজে পুরা হয়। তাই মসজিদের ভেতরে বা মেহরাবে দাঁড়িয়ে মাইক দ্বারা আযান দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েয। (৫/৪০৮/১০০২)