মসজিদ বা বারান্দায় সানী জামাআত
প্রশ্ন : জামাআত না পেলে জামে মসজিদে সানী জামাআত করে নামায পড়া উত্তম, নাকি একা একা পড়া? তিনজন মসজিদের বারান্দায় জামাআতসহ নামায আদায় করলে গোনাহ থেকে বাঁচবে? নাকি ২-৩ জন হলেও জামে মসজিদে সানী জামাআত না করে একাকীই পড়ে নেবে?
উত্তর : যে মসজিদে ইমাম-মুয়াজ্জিন এবং নামাযী নির্ধারিত, সেখানে মহল্লাবাসী আযানসহ একবার জামাআত করে নিলে দ্বিতীয় জামাআত করা মাকরূহ। সুতরাং প্রশ্নে বর্ণিত জামে মসজিদে সানী জামাআত না করে একাকী নামায আদায় করে নেবে। তবে বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত না হওয়ার নিয়্যাতে নির্মাণ করলে সেখানে বা মসজিদ থেকে ভিন্ন কোনো স্থানে সানী জামাআত করার অনুমতি আছে। (১৯/৮৩/৮০০২)
Tag:সানী জামাআত