মসজিদ ও মাহফিলে জোরে জোরে দরূদ শরীফ ও আলহামদুলিল্লাহ বলা
প্রশ্ন : মসজিদের ইমাম সাহেব মিম্বারে বসে শুক্রবার দিন উপস্থিত মুসল্লিগণের উদ্দেশে ওয়াজ করার শুরুতে বা মাঝে দরূদ শরীফ পাঠকালে মুসল্লিগণসহ সকলে সমস্বরে ও উচ্চস্বরে দরূদ শরীফ পড়তে থাকে এবং কোনো বিষয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাসূচক বাক্যে খুব জোরে উচ্চস্বরে বলে ‘আলহামদুলিল্লাহ’। ইমাম নিজেই এরূপ করার জন্য নির্দেশ করেন। এরূপ ওয়াজ-মাহফিলেও হয়ে থাকে। প্রশ্ন হলো, এভাবে সমস্বরে একই দরূদ বা শুকরিয়াসূচক বাক্য উচ্চস্বরে বলা শরীয়তসম্মত কি না? না হলে কিভাবে শরীয়তসম্মত হবে?
উত্তর : দরূদ শরীফ পড়া বা আল্লাহর কৃতজ্ঞতাসূচক বাক্য ‘আলহামদুলিল্লাহ’ বলা অত্যন্ত সাওয়াব ও ফজীলতের কথা। কিন্তু এটাকে রসমে পরিণত করা তথা সবাই মিলে উচ্চস্বরে চিৎকার করে দরূদ শরীফ পড়া ও ‘আলহামদুলিল্লাহ’ বলা, বিশেষ করে মসজিদের মতো পবিত্র জায়গায় মোটেই সমীচীন নয়। তাই প্রশ্নে বর্ণিত বিবরণে শ্রোতাগণ নিম্নস্বরে দরূদ শরীফ পাঠ করবে এবং আল্লাহর শুকরিয়াসূচক বাক্য ‘আলহামদুলিল্লাহ’ উচ্চস্বরে পাঠ না করে নিম্নস্বরে পাঠ করবে। (৯/১০৭/২৫১৮)