মসজিদে যিকির ও তা’লীম
প্রশ্ন : জনৈক মুফতী সাহেব বলেন, অন্যের ইবাদত নষ্ট হোক বা না হোক নফলকে ইনফেরাদী আমল ও ইজতেমায়ী আমলে পরিণত করে মসজিদের মধ্যে উচ্চ স্বরে কালেমার যিকির করা জায়েয হবে না। জানার বিষয় হলো, যিকির শব্দের অর্থ কী? কিতাব তা’লীম করাকে বড় বা উত্তম যিকির বলা যাবে? ২-৪ জন মিলে কিতাব তা’লীম করলে তাকে ইজতেমায়ী আমল বলা যাবে?
উত্তর : যিকির শব্দের আভিধানিক অর্থ অনেক রয়েছে। যেমন : ওয়াজ-নসীহত, নামায-দু’আ, স্মরণ-শোকর ইবাদত আলোচনা ইত্যাদি। কোরআন-হাদীসের বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তবে হাদীসে কালেমা ও তিলাওয়াতে কোরআনকে উত্তম যিকির ও উত্তম আমল বলা হয়েছে। আর কিতাবি তা’লীম যেহেতু ওয়াজ-নসীহতের অন্তর্ভুক্ত, তাই এটাকেও যিকির বলা যায়, যা ইজতেমায়ীভাবেও করা যাবে। তবে মসজিদে যিকির ও তা’লীম করার সময় লক্ষ রাখতে হবে যেন অন্যের ইবাদতে ব্যাঘাত না ঘটে। (১২/৬৪৮/৪০৫৬)