মসজিদে তাফসীর করা ও জোরে সুবহানাল্লাহ বলা
প্রশ্ন : মসজিদে এশার নামাযের পর উচ্চ আওয়াজে তাফসীর করা এবং মুসল্লিদের দিয়ে জোরে সুবহানাল্লাহ বলানো জায়েয আছে কি না? অথচ এর দ্বারা মসজিদে নামাযরত অন্য মুসল্লিদের নামাযে ব্যাঘাত হয়।
উত্তর : মসজিদ ইবাদতের স্থান। মসজিদে নামায, তেলাওয়াত, যিকির ও তাফসীর ইত্যাদি উচ্চস্বরে করা জায়েয আছে। তবে নামায ব্যতীত অন্যান্য ইবাদত এমনভাবে আদায় করবে, যাতে ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা আদায়কারীর ক্ষতি না হয়। অন্যথায় গোনাহগার হবে। (১০/২৩৩/৩০৮৪)
Tag:সুবহানাল্লাহ