মসজিদের মিম্বরে ওয়াজ করার অধিকার কার
প্রশ্ন : মসজিদের মিম্বরে আলেম ব্যতীত অন্য কেউ বয়ান করতে পারবে কি না? এবং ইমাম সাহেবের অনুমতি ব্যতীত তাতে অন্য কেউ বয়ান করতে পারবে কি না? শরীয়তের দৃষ্টিতে এর সমাধান জানতে চাই।
উত্তর : কোরআন-হাদীসের সহীহ কথা জানার পর তা প্রচারের চেষ্টা মুসলমানের ঈমানী দায়িত্ব। এরূপ সহীহ বয়ান মসজিদের মিম্বরে বসে করাতেও আপত্তি নেই। ইমাম সাহেব শরীয়ত সমর্থিত কারণের ভিত্তিতে মিম্বরে বসে কাউকে বয়ান করতে নিষেধ করলে তাঁর কথা মান্য করা জরুরি। (৭/৫৭৫/১৭৬৩)
Tag:মিম্বরে ওয়াজ