মন মৃত্যুকেও জয় করতে পারে কথাটি ভুল
প্রশ্ন : কোয়ান্টাম মেথড গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মনের শক্তির প্রতি বিশ্বাস মানুষকে ক্লিনিক্যাল ডেড বা মৃত অবস্থা থেকেও জীবন ফিরিয়ে আনতে পারে। প্রফেসর এস ইউ আহমেদ নিজের এ ধরনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, প্রায় ছয় ঘণ্টা মৃত অবস্থায় থাকার পর দুপুর ২টায় আমি পুনরায় জীবন লাভ করলাম। এ ধরনের বিশ্বাস ইসলাম সমর্থন করে কি না?
উত্তর : কোয়ান্টাম মেথড গ্রন্থে উল্লিখিত কথাটি কোরআন-হাদীসের সাথে সাংঘর্ষিক ও ভিত্তিহীন এবং বাস্তবতাবিরোধী বিধায় এ ধরনের আক্বীদা কুফুরী মতবাদের অন্তর্ভুক্ত। তবে যদি তার কথার মর্ম এই হয়ে থাকে যে মানুষ মৃত্যুর উপক্রম হওয়ার পরও আল্লাহর রহমতে মনোবলের মাধ্যমে সুস্থতা লাভ করতে পারে তাহলে এ আক্বীদা ইসলাম পরিপন্থী হবে না। (১৭/৩১১/৭০৪৯)