মওদুদী ও খোমেনীর মতবাদ
প্রশ্ন : জামায়াতে ইসলামীর দলভুক্ত কারা? মওদুদী ও খোমেনী মতবাদ বলতে কী বোঝায়? যারা মওদুদী আক্বীদা বিশ্বাস করে জামায়াতে ইসলামী করে, আর যারা জামায়াত-শিবির করে; কিন্তু মওদুদী আক্বীদায় বিশ্বাসী নয়, তাদের সকলের হুকুম কি এক ও অভিন্ন?
উত্তর : মওদুদী মতবাদ বলা হয়, বিংশ শতাব্দীর সমালোচিত ব্যক্তি কথিত ইসলামী চিন্তাবিদ আবুল আ’লা মওদুদীর স্বতন্ত্র চিন্তা-চেতনাকে, যা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মৌলিক নীতি ও আক্বীদার সাথে সাংঘর্ষিক। মি. মওদুদীর মতবাদকে যারা ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য আন্দোলনে লিপ্ত তাদেরকে জামায়াতে ইসলামীর দল বলে। মি. খোমেনীর মতবাদ ইসলামের মূলনীতি পরিপন্থী মতবাদ, যার অনুসরণকারীদেরকে শিয়া বলা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন “মওদুদী খোমেনী ভাই ভাই” নামক পুস্তিকাটি। এ ছাড়া এ বিষয়ের ওপর আরো অনেক প্রকাশিত বই-পুস্তক পাওয়া যায়।
অন্যদিকে মওদুদী সাহেবের মতবাদ ও চিন্তা-চেতনায় একমত না হয়ে জামায়াত-শিবির করতে পারে বলে আমরা মনে করি না। গোলাম আযমের বক্তব্য এর বড় প্রমাণ যে, “বর্তমান জামায়াত ও মওদুদী চিন্তাধারা এক ও অভিন্ন”। অতএব উভয়ের হুকুম এক ও অভিন্ন। কেউ এর ব্যতিক্রম থাকলে অর্থাৎ তার আক্বীদা পোষণ না করে শুধু আন্দোলন করলে তাকেও পথভ্রষ্ট বলা হবে। কারণ এই আন্দোলনের রূপরেখাও শরীয়ত সমর্থিত নয়। (৭/২৯৪/১৬২২)