ভোটের কালি ওজু-গোসলের প্রতিবন্ধক নয়
প্রশ্ন : ভোটের সময় আঙুলে যে কালি লাগানো হয় ওজু-গোসলের ক্ষেত্রে তার বিধান কী? অনেকে বলেন, নিচে পানি পৌঁছে। কেউ কেউ বলেন, এর নিচে পানি পৌঁছে না। অতএব ওজু-গোসল হয় না। এ বিষয়ে শরীয়তের সমাধান কী?
উত্তর : ভোটের সময় আঙুলে যে কালি দেওয়া হয় তা সাধারণ কালির মতো। এর দ্বারা চামড়ার ওপর কোনো প্রকারের আবরণ পড়ে না। সুতরাং এর দ্বারা ওজু ও গোসলের কোনো অসুুবিধা হবে না। (৯/৭৮৬/২৮৫৫)