ব্যবহৃত পানি কূপে পড়লে নাপাক হয় না
প্রশ্ন : একটি ধর্মীয় পত্রিকার বিগত সেপ্টেম্বর ৯৪ ইং সংখ্যায় ফরয গোসল করার সময় শরীরের ব্যবহৃত পানি কূপে পড়লে কূপের পানি নাপাক হয়ে যাবে বলে উল্লেখ হয়েছে। এখন তার পক্ষে-বিপক্ষে বিজ্ঞ মহলের ভিন্নমুখী তর্ক-বিতর্ক দেখে আমিও এক রকম বিব্রতকর অবস্থায় পড়েছি, তাই এ ব্যাপারে শরীয়তের পরিগৃহীত সঠিক সিদ্ধান্ত দলিলসহ জানালে কৃতজ্ঞ হব। উল্লেখ্য, আমাদের কূপখানা হতে মধ্যরাতের ৪-৫ ঘণ্টা ব্যতীত অনবরত পানি উঠানো হয়। নিচে নল থাকার দরুন নিচ থেকে সর্বদা পানি উঠতে থাকে এবং গোসল করার সময় ব্যবহৃত গোসলের পানিও কিছু কিছু পড়তে থাকে। সুতরাং উক্ত কূপের পানি ‘মায়ে জারী’র আওতায় আসবে কি না? জানতে বিশেষভাবে আগ্রহী।
উত্তর : শরীরের ব্যবহৃত পানি(دہ در دہ) বড় কূপে অথবা (ماءجاری) অর্থাৎ প্রবাহিত পানিতে পড়লে পানি নাপাক হবে না। আর যদি এর চেয়ে ছোট কূপে পড়ে তাহলে পাক-নাপাক হওয়ার ব্যাপারে ফিকাহবিদগণের মতানৈক্য রয়েছে। তবে ফতওয়া মতে তা নাপাক হবে না। এ মাস’আলা অত্যন্ত সুস্পষ্টভাবে ফিকহের কিতাবে উল্লেখ আছে। অতএব এ নিয়ে তর্ক-বিতর্কের অবকাশ নেই। (৩/৭০/৪৭৬)