বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মোছা
প্রশ্ন : আমাদের এলাকায় কোনো কোনো পীরের মুরীদগণ আযানের সময় যখন اشھد ان محمدا رسول الله বলা হয় তখন তারা বৃদ্ধাঙ্গুলে ফুঁ দিয়ে চুমু খেয়ে চোখে মালিশ করে এবং এই দু’আ পড়েقرت عینی -এর কোনো প্রমাণ ইসলামী শরীয়তে আছে কি না?
উত্তর : উল্লিখিত পদ্ধতিতে বৃদ্ধাঙ্গুলে চুমু খাওয়ার কোনো প্রমাণ শরীয়তে নেই বিধায় তা বর্জনীয়। (১১/৫৮৮/৩৬৬০)