বিয়ের পর মেয়েদের ওপর মা-বাবার অধিকার
প্রশ্ন : মেয়েদের ওপর মা-বাবার অধিকার বিয়ের পর বাকি থাকে কি? থাকলে বিস্তারিত জানাবেন।
উত্তর : মেয়েদের ওপর মা-বাবার অধিকার বিয়ের আগে ও পরে সমপর্যায়ের। তবে বিয়ের পর মেয়ে মা-বাবার হক আদায় করতে গিয়ে স্বামীর অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সে দিকে পূর্ণ খেয়াল রাখতে হবে। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ৮/৪১৭)