বিনা ওজুতে ইমামতি করা
প্রশ্ন : কোনো ইমাম সাহেব নামায শুরু করার পর স্মরণ হয় যে সে বিনা ওজুতে নামাযে দাঁড়িয়েছে, তবে লজ্জায় ও মুসল্লিদের সমালোচনার ভয়ে ওজু ছাড়াই নামায শেষ করে। ওই ব্যক্তি কি কাফের হয়ে যাবে? তার স্ত্রী কি তালাক হবে? এ ক্ষেত্রে তার করণীয় কী?
উত্তর : লজ্জা বা মানুষের সমালোচনার ভয়ে ওজু ছাড়া নামায পড়া বা পড়ানো মারাত্মক গোনাহ। আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করা ঈমানের দুর্বলতার পরিচায়ক। তবে যেহেতু সে শরীয়তকে হেয় করে উক্ত কাজ করেনি, তাই সে কাফের হবে না, তার স্ত্রীও তালাক হবে না। উক্ত ইমাম সাহেব আল্লাহ তাআলার নিকট তাওবা করে নামায দোহরিয়ে নেবে এবং সাধ্যমতো মুসল্লিদের নামায দোহরানোর জন্য জানিয়ে দেবে। (১৪/৮৬৯/৫৮৪৯)
Tag:ওজু