বিধর্মী থেকে তেল পড়া ও মন্ত্র নেওয়া
প্রশ্ন : আমাদের দেশে প্রচলন রয়েছে কাউকে জিনে পেলে বা জাদুটোনা করলে মগ, চাকমা ও বৌদ্ধ দ্বারা ঝাড়-ফুঁক করানো হয়। ফলাফল ইতিবাচক দেখা যায়। যার কারণে অনেক মুসলমান নর-নারী ওই সব জাতির কাছে গিয়ে ঝাড়-ফুঁক এবং তেল পড়া ইত্যাদি নিয়ে থাকে। সেখানে কোনো কুফরী কালাম আছে কি না, তা মানুষ জানে না। এমতাবস্থায় সেই বিধর্মীদের দ্বারা কোনো ঝাড়-ফুঁক করানো যাবে কি না? এবং ঝাড়-ফুঁক করলে ঈমানের মধ্যে কোনো ক্ষতি ও গোনাহ হবে কি না?
উত্তর : কাফেরদের ঝাড়-ফুঁক ও তাবিজে সাধারণত কুফরী বাক্য ব্যবহার করা হয়ে থাকে বিধায় কাফেরদের নিকট ঝাড়-ফুঁকের জন্য যাওয়ার অনুমতি নেই। অনুরূপ যে সমস্ত বিধর্মীর তাবিজের লেখা বোঝা যায় না সে সমস্ত তাবিজে কুফরী শব্দ থাকার প্রবল আশঙ্কা থাকায় তা ব্যবহার করা নাজায়েয। (১০/২৮৫/৪০০০)