বিতিরের আগে-পরে নফল নামায
প্রশ্ন : বিতিরের নামাযের আগে-পরে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোনো নফল নামায পড়েছেন কি না? এক মৌলভী সাহেব বলেন, বিতিরের নামায পড়ার পর আর কোনো নফল নামায পড়া যায় না, তার কথা সঠিক কি না?
উত্তর : বিতিরের নামাযের পর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নফল নামায পড়েছেন তা হাদীস দ্বারা প্রমাণিত হওয়ায় উক্ত মৌলভী সাহেবের কথা সঠিক নয়। (১৮/১৮৪/৭৫৩৯)