বায়তুল মা’মুর, আকসা ইত্যাদি কোথায় অবস্থিত?
প্রশ্ন : বায়তুল মা’মুর, বায়তুল মাকদিস, মসজিদুল আকসা এবং বাইতুল্লাহ শরীফ কোথায় অবস্থিত? নবী করীম (সা.) জীবিত থাকা অবস্থায় এই মসজিদগুলোর মুয়াজ্জিন কে ছিলেন? এবং বাইতুল হারাম কোন মসজিদকে বলে? হারাম অর্থ কী?
উত্তর : বায়তুল মাকদিস বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। বাইতুল্লাহ শরীফ ও বাইতুল হারাম একই মসজিদকে বলা হয়, যা মক্কা শরীফে অবস্থিত। বাইতুল মা’মুর সপ্তম আসমানের ওপর বাইতুল্লাহ শরীফের বরাবর অবস্থিত।
‘হারাম’ অর্থ সম্মানিত। যে জায়গার সম্মান প্রদর্শন করা জরুরি এবং যে জায়গায় কোনো প্রাণীকে শিকার করা বা হত্যা করা ও কারো মান ক্ষুণ্ন করা ইত্যাদি হারাম। রাসূল (সা.)-এর জীবদ্দশায় বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু মাহযূরা (রা.), আর ওই সময় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়নি, বরং হযরত উমর (রা.)-এর যুগে বিজয় হয়। আর বাইতুল মা’মুরে মুয়াজ্জিনের প্রশ্নই ওঠে না। কারণ সপ্তম আসমানের ওপর কোনো মানুষের বসতি নেই। (২/৮২)
Tag:বায়তুল মা’মুর