বাসায় গিয়ে আরবী পড়ানো
প্রশ্ন : বাসায় গিয়ে আরবী টিউশনি করা জায়েয কি না?
উত্তর : অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে আরবী টিউশনি পড়ানো নাজায়েয নয়। তবে পুরুষের জন্য প্রাপ্ত বয়স্কা মেয়েদেরকে পড়ানো জায়েয হবে না। বর্তমান ফিতনার যামানায় পর্দার ইহতেমাম না থাকার কারণে টিউশনি পড়ানো থেকে বিরত থাকাই শ্রেয়। (১১/৬৮৯/৩৬৫৬)