বান্দার হক্ব বিনষ্টকারীর জন্য হাফেজের সুপারিশ
প্রশ্ন : হাদীস শরীফে আছে যে যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ১০ জন ব্যক্তিকে একজন হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। জানার বিষয় হলো, একজন ব্যক্তি যদি চারজন হাফেজের পিতা হন, নামাযী ও আমলদার হন, কিন্তু বান্দার হক্ব নষ্ট করে অর্থাৎ মানুষের টাকা আত্মসাৎ করে, আর পাওনাদারগণ তাকে মাফ না করে, এমতাবস্থায় যদি সে মারা যায় তাহলে হাফেজ ছেলেরা সুপারিশ করে এমন পিতাকে জান্নাতে নিতে পারবে কি না? যদি নিতে পারে তাহলে পাওনাদার ব্যক্তিদের কাকে কী দিয়ে বুঝ দেওয়া হবে?
উত্তর : বান্দার হক্ব নষ্ট করা মহাপাপ এবং জঘন্যতম অপরাধ। যার হক্ব নষ্ট করা হয়েছে সে মাফ না করা পর্যন্ত তার জন্য জান্নাতে প্রবেশ স্থগিত থাকবে। তবে আল্লাহ তা’আলা যদি হাফেজদের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করানোর ইচ্ছা করেন, তখন পাওনাদারের প্রাপ্যের বিনিময় নিজের পক্ষ থেকে আদায় করে সুপারিশকৃত ব্যক্তিকে দায়মুক্ত করে দেবেন এবং জান্নাতে প্রবেশের সুযোগ প্রদান করবেন। (৯/৫৭৯/২৭৬০)
তিরমিজি, হাদিস : 2905, মিরকাতুল মাফাতিহ : 8/850