বাজারের কাদাযুক্ত রাস্তা ও কুকুরের পায়ের মাটি
প্রশ্ন : বাজারের রাস্তা যদি ভেজা থাকে (যেখানে নাপাকি থাকার সম্ভাবনা বেশি) তার ওপর নামায এবং জানাযা পড়া যাবে কি না? আর কুকুর যদি পাক স্থানে চলে এবং পায়ের কাদাযুক্ত দাগ দেখা যায় তা পাক, সন্দেহযুক্ত, নাকি নাপাক?
উত্তর : শরীয়তের বিধানানুসারে কোনো স্থানকে কেবলমাত্র সন্দেহবশত নাপাকির হুকুম দেওয়া যাবে না। নাপাকির ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই স্থান পাক হিসেবে বিবেচিত হবে। সুতরাং প্রশ্নোল্লিখিত স্থানে শুধু ভেজা থাকার কারণে নাপাকির সন্দেহ করা ঠিক হবে না। অতএব সেখানে নামায ও জানাযা পড়তে অসুবিধা নেই। কুকুরের পায়ের ভেজা কাদামাটি নির্ভরযোগ্য মতানুযায়ী নাপাক নয়। (৭/৯৩৯/১৯৪৫)
Tag:কাদাযুক্ত রাস্তা