বাচ্চাকে ঠাণ্ডামুক্ত রাখতে মায়ের তায়াম্মুম
প্রশ্ন : শীতের মৌসুমে মহিলা ছোট শিশুকে ঠাণ্ডা থেকে বাঁচানোর জন্য জানাবাতের গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবে কি না? জনৈক মুফতি সাহেব বলেছেন, উক্ত মহিলা তায়াম্মুম করবে।
উত্তর : ছোট শিশুর মা শীতের মৌসুমে গরম পানির দ্বারা জানাবাতের গোসল করে নেবে। আর যদি গরম পানির ব্যবস্থা না থাকে বা থাকা সত্ত্বেও তার বাস্তব অভিজ্ঞতা বা কোনো মুসলমান অভিজ্ঞ ডাক্তারের মত অনুযায়ী শিশুর সার্বিক ক্ষতির আশঙ্কা থাকে এবং আশঙ্কামুক্ত হওয়ার জন্য অন্য কোনো উপায়ও না থাকে, তাহলে শুধুমাত্র তখনই ছোট শিশুর মা জানাবাতের গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবে। (৫/৪৩৬/১০০৯)
Tag:তায়াম্মুম