বাইআতের প্রয়োজনীয়তা প্রমাণ ও হক্কানী পীরের পরিচয়
প্রশ্ন : পীরের হাতে বাইআত হওয়া জরুরি কি না? বাইআত হতে হলে কেমন লোকের নিকট হতে হবে? কোরআন-হাদীসে বাইআতের প্রমাণ আছে কি না?
উত্তর : বাইআতের মর্মার্থ হলো, আত্মশুদ্ধি ও অন্তরকে বাতেনী রোগব্যাধি হতে পবিত্র করা। আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোরআনে করীমের আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত, এতে সন্দেহের অবকাশ নেই। যে সমস্ত হক্কানী পীর ও বুজুুর্গ নিজের আত্মশুদ্ধি করেছেন এবং কোরআন ও সুন্নাহের জরুরি এলেম অর্জনকরত সে মোতাবেক নিজের জীবন যাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্তে রাসূলে করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাত ও আদর্শ অনুসরণ করেন, যার সোহবতে দুনিয়াদারদের তুলনায় উলামায়ে কেরামের আনাগোনা বেশি এবং যার সোহবতে বসলে আল্লাহ ও আখিরাতের কথা স্মরণ হতে থাকে আর দুনিয়ার মায়া-মোহাব্বত হ্রাস পেতে থাকেÑএ ধরনের হক্কানী পীর-বুজুর্গদের হাতে হাত দিয়ে বাইআত হওয়া মুস্তাহাব হলেও আত্মশুদ্ধি জরুরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। (১৬/৯৪৫/৬৮৬৮)
Tag:বাইআতের