বাংলাদেশের জমির হুকুম
প্রশ্ন : বাংলাদেশের জমি ওশরী না খারাজী?
উত্তর : বাংলাদেশী জমি সমূহের বিধান নিম্নরূপ :
যেসব জমি বর্তমানে মুসলমানদের মালিকানাধীন রয়েছে এবং যুগ যুগ ধরে ক্রমাগতভাবে মুসলমানদের মালিকানায় ছিল। মাঝে কোনো অমুসলিমের হস্তগত হয়েছে বলে নিশ্চিতভাবে জানা না যায় এসব জমি ওশরী হিসেবে গণ্য।
কোনো অনাবাদি জমি রাষ্ট্্রীয়ভাবে আবাদ করার পর তা মুসলমানদের মধ্যে বন্টন করা হলে সেগুলোও ওশরী হিসেবে ধর্তব্য হবে।
রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে কোনো মুসলমান অনাবাদী জমি আবাদ করলে সেটি যদি খারাজি জমির পাশ্ববর্তী হয় তবে খারাজী অন্যথায় ওশরী হিসেবে গণ্য হবে।
অমুসলিমদের মালিকাধীন সকল প্রকার জমি খারাজি হিসেবে গণ্য হবে।
যেসব জমি অমুসলিমদের হাত থেকে ক্রয়সূত্রে কিংবা অন্য যেকোনোভাবে মুসলমানদের মালিকানায় এসেছে সেগুলো খারাজী বলে বিবেচিত হবে। (১৭/৩০৬/৭০৪১)