বাংলাদেশের জমিতে ওশরের পরিমাণ
প্রশ্ন : বাংলাদেশের জমিতে ওশর ওয়াজিব হবে কিনা? যদি হয় তার পরিমাণ কতটুকু?
উত্তর : যে সব জমি বর্তমানে মুসলমানের মালিকানাধীন রয়েছে এবং যুগ যুগ ধরে ক্রমাগতভাবে মুসলমানদের মালিকানায় চলে আসছে, মাঝখানে কোনো হিন্দু বা অমুসলিমের হস্তগত হয়েছে বলে নিশ্চিতভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না এসব জমি ওশরী হিসেবে গণ্য হবে। পক্ষান্তরে যেসব জমি বর্তমানে বা অতীতের কোনোকালে অমুসলিমদের মালিকানায় থাকা সাব্যস্ত হবে, তা খারাজী জমি বলে বিবেচিত। আর উশরী জমিতে উশর এবং খারাজী জমিতে খারাজ দেয়া ওয়াজিব।
উশরের পরিমাণ : শ্রম বা অর্থের বিনিময়ে জমিতে সেঁচ দেয়া না হলে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ উশর দিতে হবে। পক্ষান্তরে শ্রম বা অর্থের বিনিময়ে সেঁচ দেওয়া হলে বিশ ভাগের এক ভাগ দিতে হবে। (১৭/৪২৯)