বই-পুস্তকের ওপর অঙ্কিত আয়াত স্পর্শ করা
প্রশ্ন : বর্তমানে কিছু লেখক তাদের কিতাবের মলাট বা বাইন্ডিংয়ের ওপর কোরআন খোলা আছেÑএমন ছবি দিয়ে থাকে, যাতে আয়াত লেখা থাকে। জানার বিষয় হলো, উক্ত কিতাব বাংলা, আরবী, উর্দু যা-ই হোক না কেন, তা যদি স্পর্শ করে, অর্থাৎ কিতাব রাখতে বা উঠাতে উক্ত আয়াতে হাত লাগে তাহলে শরীয়তের দৃষ্টিতে হুকুম কী?
উত্তর : কিতাবের মলাটে কোরআন শরীফের আয়াত লেখা থাকলে লিখিত স্থানটুকু ওজু ছাড়া স্পর্শ করা জায়েয হবে না। লিখিত স্থান ছাড়া বাকি অংশ স্পর্শ করা যাবে। তবে পূর্ণ আয়াত না হয়ে আয়াতের অংশবিশেষ ছয় হরফের কম হলে কারো কারো মতে স্পর্শ করলে অসুবিধা হবে না। উল্লেখ্য, অসতর্কতার কারণে হাত লেগে গেলে তাওবা করতে হবে, আর ভুলে লেগে গেলে গোনাহ হবে না। (১৭/৯১৮/৭৩৮৮)
Tag:বই-পুস্তকের