ফারায়েয লিখে বিনিময় গ্রহণ
প্রশ্ন : ফতওয়া বা ফারায়েয লিখে চুক্তিবিহীন কোনো হাদিয়া দিলে তা গ্রহণ করা শরয়ী দৃষ্টিকোণে কতটুকু বৈধ?
উত্তর : মৌখিক ফতওয়া দিয়ে টাকা নেওয়া নাজায়েয। হ্যাঁ, ফতওয়া বা ফারায়েয লিখে তার বিনিময় নেওয়ার অনুমতি আছে, তবে ন্যায্য পরিমাণে। (১১/৫৯৪/৩৬৩৪)