ফাঁসির আগের তাওবা গ্রহণযোগ্য
প্রশ্ন : আমাদের দেশে এবং অন্যান্য রাষ্ট্রেও দেখা যায় অনেক মুসলমানকে বিভিন্ন অপরাধের কারণে ফাঁসি দেওয়া হয়। তবে ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে তাওবা করানো হয়। আমার প্রশ্ন হলো, ফাঁসি দেয়ার পূর্বে যে তাওবা করানো হয় তা গ্রহণযোগ্য হবে কি না? এ সময় যেহেতু তার মৃত্যু একেবারে নিশ্চিত তাই এ সময়কে সাকরাতুল মাউতের অন্তর্ভুক্ত ধরা হবে কি না? দলিলসহ বিস্তারিত জানতে আগ্রহী।
উত্তর : ফাঁসির হুকুম নিশ্চিত হওয়ার পরও যে তাওবা করা হয় তা কবুল হয়, ওই সময়কে সাকরাতুল মাউতের অন্তর্ভুক্ত মনে করা যাবে না। (১০/৫১৫/৩০৮৭)