ফরয নামাযের পর সম্মিলিত মুনাজাত
প্রশ্ন : পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর সম্মিলিতভাবে ইমাম-মুক্তাদী মিলে আমীন আমীন বলে হাত তুলে সর্বদা এ পদ্ধতিতে মুনাজাত করা কোনো সহীহ বা যয়ীফ হাদীসে স্পষ্টভাবে আছে কি না?
উত্তর : ফরয নামাযের পর দু’আ কবুল হওয়া এবং ফরয নামাযের পর রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বিভিন্ন দু’আর কথা বিভিন্ন হাদীস শরীফে স্পষ্ট আছে। আর কোনো কোনো ক্ষেত্রে হাত উঠিয়েও মুনাজাত করার কথা হাদীস শরীফে পাওয়া যায় বিধায় ফরয নামাযের পর দু’আ ও মুনাজাতকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। একাকী হোক বা সম্মিলিত হোক, কোনো আপত্তি নেই। যেহেতু এটা ঐচ্ছিক বিষয়, তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা অনুচিত। (১৯/৫১৫/৮২৮৯)
Tag:সম্মিলিত মুনাজাত